আটটায় হাওড়া: হাওড়ার সারাদিনের খবর

Bangla Digital Desk | News18 Bangla | 08:08:14 PM IST Apr 07, 2021

দীর্ঘদিন ধরে গ্রীষ্মকাল এলেই হাওড়ার কোনা এলাকায় শুরু হয় জলের সমস্যা। অবশেষে জলের দাবিতে আজ কোনা মোড় অবরোধ স্থানীয় বাসিন্দাদের।আগামী ১০ই এপ্রিল চতুর্থ দফা ভোটে হাওড়ায় ভোটগ্রহন। তার আগে হাওড়া সংলগ্ন কলকাতা, মেদিনীপুর, হুগলি চেকপোস্টে আজ সারাদিন ধরে চলল নাকা চেকিং।হাওড়ার শিবপুর ও মধ্যহাওড়া বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা প্রার্থীদের সমর্থনে আজ ডুমুরজলা থেকে মল্লিকফটক অবধি রোড সো করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।হাওড়ার পাঁচলায় এক ISF নেতাকে মারধরের প্রতিবাদে আজ পাঁচলা থানা ঘেরাও করলো ISF কর্মী-সমর্থকরা। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে।আজ মধ্য হাওড়া ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো ঘিরে দেখা গেল বিপুল মানুষের  সমাগম ও উন্মাদনা।

লেটেস্ট ভিডিও