Bangla News: ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন পুর প্রশাসকমন্ডলীর সদস্যদের

Bangla Digital Desk | News18 Bangla | 01:46:50 PM IST Nov 04, 2021

কালীপুজো ও ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন পুর প্রশাসকমন্ডলীর সদস্যদের। কালীপ্রতিমার বিসর্জনের জন্য আগামী শুক্র, শনি ও রবিবার এই তিনদিন নির্দিষ্ট করা হয়েছে । পাশাপাশি এই মাসের আগামী ১০ এবং ১১ নভেম্বর ছটপুজো রয়েছে । পরিদর্শনের পর, গঙ্গার ঘাট ও ভ্যাটগুলি পরিষ্কার রাখা এবং ঘাটগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন প্রশাসক মন্ডলীর সদস্যরা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিন পালিত হলো হাওড়ার বাগনানে । বাগনানের প্রবীণ কবি প্রণবেন্দু বিশ্বাস ও বিশিষ্ট কবি, অধ্যাপিকা অমর্তা পাজাকে সন্মান জানানো হলো নোবেলজয়ীর জন্মদিনে। হাওড়া হুগলি সামাজিক সুরক্ষা সমিতির উদ্যোগে পালিত হলো দিনটি ।

লেটেস্ট ভিডিও