বজ্রাঘাতে প্রাণ হারালেন বীরভূমের এক কৃষক মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল বীরভূমের এক বাসিন্দার। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বালিজুরি গ্রামে। ওই গ্রামের এক কৃষক নিমাই দাস (৫১)। হাওড়া থেকে সিউড়ি স্টেশনে পৌঁছালো হাওড়া সিউড়ি এক্সপ্রেস অবশেষে দীর্ঘ দুই মাসের বেশি সময় পর বৃহস্পতিবার হাওড়া থেকে সিউড়ি স্টেশনে এসে পৌঁছালো সিউড়ি হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এই ট্রেনটি পুনরায় চলাচল শুরু করায় খুশী এলাকার বাসিন্দারা। সেফ ড্রাইভ সেভ লাইফ ট্যাবলোর উদ্বোধন হলো সিউড়িতে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠীর হাত ধরে এদিন একটি সেফ ড্রাইভ সেভ লাইফ ট্যাবলোর উদ্বোধন করা হলো। ট্যাবলোটি জেলার বিভিন্ন এলাকা ঘুরে বেড়াবে গাড়ি চালকদের সচেতন করার জন্য। পাশাপাশি সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় মোটরবাইক চালকরা হেলমেট পরছেন কিনা অথবা অন্যান্য গাড়িচালকেরা ট্রাফিক নিয়ম মেনে চলছেন কিনা তা খতিয়ে দেখা হবে। মূলত সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ উদযাপনের জন্যই এই ট্যাবলোর উদ্বোধন।