জমি মাফিয়াদের হাতে ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকার ফসল

Bangla Digital Desk | News18 Bangla | 12:31:20 PM IST May 07, 2021

জমি নিয়ে বিবাদ,সেই জমিকে দখল করা নিয়ে রণক্ষেত্র চেহারা নিল উত্তর ২৪ পরগনা জেলার রাওতারা পঞ্চায়েতের দক্ষিণ মালিকগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল অহিদ আব্দুল জলিল ও আব্দুর রহিমের পৈত্রিক সম্পত্তি এদিন দখল করতে আসে স্থানীয় জমি মাফিয়া হাসান মন্ডল। হাসান মন্ডল এর সাথে প্রায় ১০০ লোকজন এদিন জমিতে ঢুকে ফসল নষ্ট করে পাশাপাশি দুটি পুকুরে বিষ ঢেলে পুকুরে থাকা মাছ মেরে ফেলে। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ হাসান মন্ডল তার সাথে নারায়ন কাঠির সিন্টুকে নিয়ে, আবদুল অহিতের পরিবারের জমি দখল করতে আসে পরিবারের মহিলারা বাধা দিতে গেলে, মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্থানীয় মেম্বার আলাউদ্দিন মোল্লা খবর পেয়ে ছুটে গেলে তাকেও পুলিশের সামনে মারধর করে বলে অভিযোগ। তাদের দুটি পুকুর ও তিন বিঘা জমির ফসল ও মাছ নষ্ট করে জমি মাফিয়া রা। যা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানায় পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে যায় হাবড়া থানার বিশাল পুলিশবাহিনী। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

লেটেস্ট ভিডিও