নিয়ম ভেঙে লাগামছাড়া তামাকজাত দ্রব্য বিক্রি রুখতে রামপুরহাটে অভিযান
ধূমপান সহ তামাক জাতীয় দ্রব্য বিক্রিতে লাগাম টানতে বীরভূমের রামপুরহাটে স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও বিডিও অফিস আধিকারিকদের যৌথ অভিযান। যাতে প্রাপ্ত বয়স্কদের ছাড়া এই সকল বিক্রি অথবা ক্রয় না করা হয়, পাশাপাশি স্কুল কলেজ এবং ধূমপান নিষিদ্ধ এলাকার ১০০ গজের মধ্যে এই সকল তামাকজাত দ্রব্য বিক্রি করা হচ্ছে কিনা তা এই অভিযান চালানো হয়। এই অভিযানে বেশ কয়েকটি দোকানদারকে জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজনগর থানায় চালু হল আপনার পাড়ায় আপনার থানা
ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের পরিচালনায় নতুন এই প্রকল্প বীরভূমের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হয়েছে। আর সেই প্রকল্প এবার চালু হল বীরভূমের রাজনগর থানা এলাকায় গ্রাম পঞ্চায়েত অফিসে।এই প্রকল্পের মধ্য দিয়ে এলাকার বাসিন্দারা থানায় না পৌঁছে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন।
জন্মদিনে রেড ভলেন্টিয়ার্সদের পাশে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক
রামপুরহাট চাকলামাঠের দেবজিত রায়, মা বাবার আদরের ছোট্টু। বিশেষ চাহিদা সম্পন্ন এই যুবক তার জন্মদিন উপলক্ষে তার উপার্জিত কিছু অর্থ এদিন রেড ভলেন্টিয়ার দের হাতে তুলে দিলেন সামাজিক প্রকল্পে কাজে লাগানোর জন্য।