লাভপুর পিএনবি ব্যাঙ্কের ব্যাঙ্ক মিত্রদের ধর্মঘট মাসিক সাম্মানিক নিয়মিত দেওয়া, কমিশন বৃদ্ধির করা সহ একাধিক দাবি নিয়ে ভালাষ শাখায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিএসপি’র (কাস্টমার সার্ভিস পয়েন্ট) এজেন্টরা ধর্মঘটে শামিল হয়েছেন। এই ধর্মঘটের কারনে বন্ধ রয়েছে প্রতিটি সিএসপি। সেখান থেকে টাকা তোলা যাচ্ছে না। ফলে ৩১ মে থেকে ধর্মঘটের জন্য এই লকডাউনে চরম সমস্যায় পড়েছেন গ্রামগঞ্জের সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্যও পরিচিতদের কাছে টাকা ধার নিতে হচ্ছে। অনেকে টাকা ধার চেয়েও পাচ্ছেন না।
মদ খাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ কড়িধ্যা গ্রামে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের মালপাড়ায় তৃণমূল বিজেপির সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মী-সমর্থকেরা বাইকে করেছে তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের লোকেরা তাদের বাড়িতে চড়াও হয়ে তাদের বাড়িতে ভাঙচুর করে এবং বাড়ির লোকেদের মারধর করে। ঘটনার সূত্রপাত মদ খাওয়া এবং খাওয়ানোকে কেন্দ্র করে বলে জানা যাচ্ছে।