পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে বীরভূমে জোরদার প্রচার ট্রাফিক পুলিশের

Bangla Digital Desk | News18 Bangla | 08:23:35 AM IST Sep 08, 2021

মাধব দাস, বীরভূম : মঙ্গলবার পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন উপলক্ষে সদাইপুর থানার তরফ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো মহাসমারোহে। এদিন বিকালবেলা সদাইপুর থানা থেকে কচুজোড় বাস স্ট্যান্ড পর্যন্ত ট্যাবলো, পোস্টার ও ব্যানার নিয়ে পদযাত্রা করেন পুলিশকর্মীরা। পথ নিরাপত্তা প্রচার সিউড়িতে পথ নিরাপত্তা সচেতনতার পরিপ্রেক্ষিতে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বীরভূম জেলা ট্রাফিক পুলিশের তরফ থেকে সিউড়ি শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। যে শোভাযাত্রায় পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য বাইক আরোহী থেকে যানবাহনের চালকদের কি কি নিয়ম মেনে চলতে হবে তা জানানো হয়। বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে কলকাতার ছাত্ররা বিশ্বভারতীর বিক্ষোভরত পড়ুয়াদের পাশে দাঁড়াতে কলকাতা থেকে আগত হলো পড়ুয়াদের। বাংলা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে এ দিন এই তারা বিশ্বভারতীর পড়ুয়াদের মঞ্চে এসে উপস্থিত হন। উপাচার্যের গাড়ি চেকিং বিক্ষোভরত পড়ুয়াদের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর গাড়ি এদিন তার বাসভবন থেকে বের হলে বিক্ষোভরত পড়ুয়ারা প্রথমে তা চেকিং করেন তারপর বাইরে যেতে দেন। ঠিক একই ভাবে ফিরে আসার সময়ও তারা চেকিং করেন।

লেটেস্ট ভিডিও