গাছ পড়ে ও বজ্রপাতের ফলে বীরভূমে মৃত তিন

Bangla Editor | News18 Bangla | 09:46:19 AM IST Jun 30, 2021

তীব্র গরমের পর মুষলধারে বৃষ্টি বীরভূমের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিনভর মেঘলা আকাশের কারণে গুমোট গরমের পর সন্ধ্যা হতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত। বজ্রপাত ও গাছ পড়ে মৃত বীরভূমে ৩ মঙ্গলবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের কারণে ও গাছ পড়ে মহঃবাজারে মৃত্যু হল তিন ব্যক্তির। মৃত ব্যক্তিরা হলেন শহীদ আনসারী, আনন্দ কর্মকার এবং প্রহ্লাদ মন্ডল।

লেটেস্ট ভিডিও