বারাসত, উত্তর ২৪ পরগনা : সারা ভারতজুড়ে বামফ্রন্টের পক্ষ থেকে বনধ্-এর ঘোষণা আগেই করা হয়েছিল। ২৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ সারা ভারতজুড়ে বামফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বন্ধের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি ও শ্রম আইন বাতিলের দাবিতে এই বনধ্। আর তা আজ সফল করতে বারাসাতের চাপাডালি মোড়ে জেলার সিপিএম নেতৃত্বে পথে নামে বামপন্থীরা। বন্ধের সমর্থনে বারাসত চাপাডালি মোড় পথ অবরোধ করে বামেরা। সকাল থেকেই বিক্ষিপ্ত বন্ধের চিত্র ফুটে উঠেছে ক্যামেরায়।
বারাসত, উত্তর ২৪ পরগনা : আমরা বাঙালির তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিন পালন বারাসত স্টেশনে। আজকের দিনটিকে বাংলার জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করার দাবি জানিয়ে বারাসত স্টেশনে পাঁচ নম্বর প্লাটফর্মে ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্ম দিবস পালন করল আমরা বাঙালির বাঙালি ছাত্র যুব সমাজের বারাসত কমিটির তরফ থেকে। শিক্ষা সমাজে বিদ্যাসাগরের গুরুত্ব এবং নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইশ্বরচন্দ্রের যে ভূমিকা তা এই তুলে ধরে আমরা বাঙালি। তার পাশাপাশি এই দিনটি বাংলায় জাতীয় দিবস পালন করার দাবি রাখা হয় আমরা বাঙালির তরফ থেকে।