Bharat Bandh|| বালি থেকে বাগনান, কিষাণ মোর্চার ডাকা ভারত বনধে হাওড়ার ছবি এক নজরে...

Bangla Digital Desk | News18 Bangla | 05:40:38 PM IST Sep 27, 2021

জাতীয় সড়কের উপর বালিহল্ট এর কাছে অবরোধ কিষাণ মোর্চার ডাকা বন্ধ সমর্থনকারীদের। জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হলো। অবরোধের জেরে সমস্যায় নিত্যযাত্রীরা। যান চলাচলও বেশ কিছুটা ব্যাহত হয়।

কৃষক বিরোধী তিনটি কৃষি আইন বাতিল-সহ বেশ কয়েকটি দাবিতে সংযুক্ত কিষান মোর্চার ডাকে ভারত বনধের সমর্থনে বিক্ষোভ মিছিল বাগনানে। এসইউসিআই কমিউনিস্ট বাগনান লোকাল কমিটির উদ্যোগে বাগনানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রচার সভা সংঘটিত হলো।

লেটেস্ট ভিডিও