অজয় নদের উপর ভাঙা ফেরিঘাটে বাঁশের মাচা, যাতায়াতের সময় বিপত্তি মুষলধারে বৃষ্টির কারণে দুদিন আগেই জয়দেবের অজয় নদের উপর থাকা ফেরিঘাট ভেঙে গিয়েছে। কিন্তু সেই ফেরিঘাট ভেঙে যাওয়ার পর তার ওপর বাঁশের মাচা তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করেন স্থানীয় কিছু মানুষ। সেই বাঁশের মাচা দিয়ে নদী পারাপারের সময় দুই ব্যক্তি নদীর জলে তলিয়ে যান। যদিও কোনক্রমে ওই দুই ব্যক্তিকে ইলামবাজারের জয়দেব ফাঁড়ির পুলিশ এবং এলাকার বাসিন্দারা উদ্ধার করেন। তবে বাইক দুটি উদ্ধার হয়নি। অন্যদিকে এই ঘটনার পরেই বুধবার ওই এলাকা পরিদর্শনে যান বোলপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে। তারপর থেকেই নদীর উপর দিয়ে কোন রকম ভাবে পারাপার যেন করতে না পারেন তার ব্যবস্থা করা হয়েছে। রাজেশ ওরাং এর শহীদ মূর্তিতে মাল্যদান করলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নিলাবতী সাহা সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নিলাবতি সাহা বুধবার পৌঁছে যান রাজেশ ওরাং এর বাড়ি। সেখানেই তিনি প্রথমে পরিজনদের সাথে কথা বলেন এবং পরে তার শহীদ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান।