দক্ষিণ ২৪ পরগনা: নামখানায় উদ্ধার জোড়া বিষধর সাপ। চিংড়ি ধরার আটলে সাপ দুটি আটকে পড়েছিল বলে খবর। পরে বণদপ্তর এসে সাপদুটিকে উদ্ধার করে। নামখানার নারায়ণপুরের বাসিন্দা নারায়ণ চন্দ্র বর্মন প্রতি দিনের মতো এদিনও আটল পেতেছিলেন চিংড়ি মাছ ধরার উদ্যেশ্যে। কিন্তু ভোররাতে সেই আটল তুলতে গিয়ে চমকে ওঠেন তিনি। পরে, সাপ সমেত আটল টি ডাঙায় তুলে নিয়ে আসেন। খবর দেওয়া হয় বণদপ্তরে। বণদপ্তরের লোকজন আসার আগেই সাপ দেখার জন্য ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরে নামখানা ফরেস্ট রেঞ্জ থেকে বণদপ্তরের লোক এসে সাপদুটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয় বলে খবর। /এক গৃহবধুকে পিটিয়ে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃত গৃহবধু বছর ২১এর প্রীতি মন্ডল সরদার।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গলাডহরা গ্রামে। ওই গৃহবধুর দুবছরের এক শিশুকন্যা রয়েছে। তবে ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী ঝন্টু সরদার সহ পরিবারের সকলেই পলাতক। ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় প্রতিবেশীদের দাবী, বিয়ের পর ঝন্টুর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে তার স্ত্রী। সেই থেকে বিয়ের মাসতিনেক পর প্রতিদিনই ঝন্টু ও প্রীতির মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগেই ছিল।