Expensive Cheese in the World : Spain এর পিকোস দে ইউরোপার কুয়াশা ঘেরা উচ্চভূমিতে এখনও হেঁটে বেড়ান এনকারনাসিয়ন বাদা। কারণ এখানেই তাঁর পরিবারের বানানো কাবরালেস চিজ সংরক্ষিত রয়েছে গুহার ভিতর। গত বছর এখান বাদাতার এক হুইল পনির ৩৯,০০০ ডলারে নিলামে বিক্রি হয়েছিল। যা এখনও পর্যন্ত গিনেস রেকর্ডে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামী চিজ।
Last Updated: August 19, 2025, 18:59 IST