জলপাইগুড়ি: অনেক তো হল এম.এ পাশ চা, বি.এ পাশ চা কিংবা এক টাকার চা…! এবার জলপাইগুড়িবাসী মজেছে ‘সায়নি চা’-এ। সায়নি চা! শুনে অবাক হচ্ছেন নাকি! জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান। হ্যাঁ, অভিনেত্রী সায়নি ঘোষের বিরাট বড় ফ্যান চাবিক্রেতা ওই যুবক।
Last Updated: April 29, 2024, 19:06 IST