একটা সময় ছিল,চন্দ্রকোনার প্রত্যন্ত গ্রামের সন্তু ঘোষ জানতেন না ভবিষ্যতে কী আছে।পকেটে ছিল মাত্র তিন-চার হাজার টাকা। হাতে ছিল না বড় কোনও ব্যবসার অভিজ্ঞতা। শুধু ছিল ইচ্ছে, আর নিজের পায়ে দাঁড়ানোর তীব্র জেদ।সেই সামান্য পুঁজিই নিয়ে নেমেছিলেন মাশরুম চাষে।বীজ কিনে তৈরি করেছিলেন মাত্র ছ’শো গ্রাম মাশরুম।কিন্তু তখন সবথেকে বড় দুশ্চিন্ত। মাশরুম ফুটবে তো? আর ফুটলে, কেউ কিনবেও তো? তাই আগেভাগেই ছোটাছুটি করে খদ্দের জোগাড় করতে হতো তাঁকে।মনে ভয়, মনে আশা দুটো নিয়েই শুরু হয়েছিল তাঁর পথচলা।
Last Updated: Nov 28, 2025, 16:13 IST


