নেই রাজা, নেই রাজ্যপাট, তবু আজও অমলিন মুর্শিদাবাদের কাশিমবাজারের ছোট-রাজবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য। প্রাচীন ঐতিহ্য ও নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো। রাজা, জমিদার এবং বনেদি পরিবারের শতাব্দী প্রাচীন পুজোগুলির মধ্যে এই রাজবাড়ির পুজো অন্যতম গুরুত্বপূর্ণ।
Last Updated: September 16, 2025, 16:21 IST