Durga Puja: এবার পুজোয় বড় চমক মেদিনীপুরে, এগরার প্যান্ডেলে কামারপুকুরের ছবি

Last Updated : লাইফস্টাইল
পুজো মানেই শুধু আনন্দ আর উৎসব নয়, কখনও কখনও তা হয়ে ওঠে ইতিহাস, ঐতিহ্য আর ভালবাসার প্রতি শ্রদ্ধার্ঘ্য। এবারের পুজোয় সেই ভালবাসাই ফুটিয়ে তুলছে পূর্ব মেদিনীপুরের এগরা শহরের ক্লাব 'পাঞ্চজন্য'। তাদের তৃতীয় বর্ষের এই উদ্যোগ এক কথায় অসাধারণ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, কামারপুকুরকে তারা মণ্ডপের মূল ভাবনা হিসেবে বেছে নিয়েছে। এই মণ্ডপে আপনি কামারপুকুরের প্রতিটি স্মৃতিচিহ্ন, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাবেন। হাঁসুতি ঘাস আর রং-তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হবে শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার জীবনের বিভিন্ন মুহূর্ত। এই মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি এগরা শহরে আছেন, নাকি রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/লাইফস্টাইল/
Durga Puja: এবার পুজোয় বড় চমক মেদিনীপুরে, এগরার প্যান্ডেলে কামারপুকুরের ছবি
advertisement
advertisement