Yellow Taxi in Kolkata: হলুদ ট্যাক্সির দৌড় শেষ! গ্রিন ট্রাইবুনালের বড় নির্দেশ, দেখুন আপডেট

Last Updated : কলকাতা
Yellow Taxi in Kolkata: কলকাতা বললেই চোখে ভাসে হলুদ ট্যাক্সি। ট্রামের পর এবার হলুদ ট্যাক্সির অবলুপ্তি নিয়েও চিন্তার মেঘ ক্রমশ ঘন হচ্ছে। এবার কি তবে একেবারেই উঠে যাবে হলুদ ট্যাক্সি? হলুদ ট্যাক্সি যাতে বাঁচানো যায়, তার জন্য ইতিমধ্যেই আওয়াজ উঠতে শুরু করেছে। ‘হারানো সুরে হলুদ ট্যাক্সি’ শীর্ষক আলোচনা সভাও হয়েছে কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবার এ নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘গ্রিন ট্রাইবুনালের অর্ডার রয়েছে। ১৫ বছরের মাপকাটিতে সমস্ত গাড়িকে ফেলে দেওয়ার বিপক্ষে আমরা। মালিকদের পক্ষ নিয়ে আদালতের দ্বারস্থ হব। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ।’
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Yellow Taxi in Kolkata: হলুদ ট্যাক্সির দৌড় শেষ! গ্রিন ট্রাইবুনালের বড় নির্দেশ, দেখুন আপডেট
advertisement
advertisement