মাঘের শীত উধাও। ডায়মন্ড হারবার এবং কলাইকুন্ডাতে তাপমাত্রা পৌঁছল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল এবং ঝাড়গ্রাম ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অন্যদিকে সল্টলেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য অনেকটা হওয়ায় বেশি গরম অনুভূত হয়েছে। যেমন উলুবেড়িয়াতে এই পার্থক্য ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে। ইতিমধ্যেই সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের খুব উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। এবারের সরস্বতী পুজোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়তে পারে।



