রবি নয়, সোমবার শপথ রাজ্যের মন্ত্রীদের! তালিকায় তুঙ্গে জল্পনা, দেখুন...

Bangla Digital Desk | News18 Bangla | 08:30:43 PM IST May 07, 2021

কথা ছিল রবিবার নেওয়ার, কিন্তু সেই সিদ্ধান্ত বদলে আগামী সোমবার শপথ নেবেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা৷ নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে৷ প্রথমে ঠিক ছিল, রবিবার রাজভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন৷ কিন্তু সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। সোমবার হবে শপথগ্রহণ অনুষ্ঠান৷ সোমবার সকাল ১১টা থেকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে৷ তবে সোমবার মন্ত্রিসভার কতজন সদস্য শপথ নেবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, তৃণমূল সূত্রে খবর, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যাঁরা দায়িত্বভার গ্রহণ করবেন, সেই ক্যাবিনেট মন্ত্রীরাই সম্ভবত সোমবার কেবলমাত্র শপথ নেবেন৷ বাকিদের শপথগ্রহণ হবে ধীরেধীরে৷ শপথগ্রহণের পর সোমবার বেলা তিনটেয় নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে৷

লেটেস্ট ভিডিও