corona virus btn
corona virus btn
Loading

দৃষ্টিহীনদের কথা মাথায় রেখেই এবারের মন্ডপসজ্জা দক্ষিণ কলকাতার সমাজ সেবী সংঘের

Bangla Editor | News18 Bangla | 06:41:11 PM IST Oct 14, 2018

কী ভাবে একজন দৃষ্টিহীন তাঁর দিন গুজরান করেন। কী ভাবে ঘণ্টার পর ঘণ্টা, মাসের পর মাস। বছরের পর বছর অতিক্রান্ত হয় তাঁর। আমরা কেউ হয়তো খবর রাখিনা। হয়তো জানতেও চাইনা। তিয়াত্তরতম বর্ষে সমাজ সেবী ক্লাব সেই খবরই নিজেদের ভাবনায় প্রকাশ করছে। গোটা মণ্ডপ তৈরি হয়েছে সুতো, পেরেক আর বাঁশ দিয়ে। যা স্পর্শের চিহ্ন। কোনও দৃষ্টিহীন এই মণ্ডপে এলে স্পর্শে তিনি অনুভব করতে পারবেন পুজোর আবহকে। শব্দের জন্য মণ্ডপের ভিতরে থাকবে ঢাকের বাদ্যি আর ঘণ্টার শব্দ।

লেটেস্ট ভিডিও