আড়াইশো টাকা কেজি ফ্যাকাসে আপেল নাপসন্দ। তাই কি চকচকে আপেলের লোভে পড়ে, বাড়ি নিয়ে যাচ্ছেন বিষ ফল? শহরের বিভিন্ন বাজারে দেদার বিকোচ্ছে মোমের প্রলেপ দেওয়া আপেল। সব জেনে শুনেই চলছে কেনাকাটা। বলছেন ফল ব্যবসায়ীরা। প্রশাসনের হস্তক্ষেপ দাবি ক্রেতাদের।
Last Updated: Jun 14, 2018, 16:59 IST


