Video: শক্তি খুইয়ে দুর্বল Jawad , Sagar-র মুড়িগঙ্গায় নৌকাডুবি

Bangla Digital Desk | News18 Bangla | 10:47:19 PM IST Dec 05, 2021

শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ। পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাওয়ার পথে আরও একদফা শক্তিক্ষয়। মধ্যরাত থেকেই ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে বদলে যাবে জাওয়াদ। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। Weather Office জানিয়েছে, Puri হয়ে পশ্চিমবঙ্গ হয়ে Bangladesh-র দিকে যাবে Jawad। সোমবার Jawad-র জেরে ভারী বৃষ্টি বেশ কিছু জেলায়। দুর্যোগে উত্তাল Muriganga-য় ডুবল একটি পণ্যবাহী নৌকা। ঘাটে নোঙর করা ছিল পণ্যবাহী নৌকা। ঘটনায় কেউ হতাহত হননি। দেখুন বিশদে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷

লেটেস্ট ভিডিও