সিভিক ভলান্টিয়ার শম্পা দাস খুনে গ্রেফতার করা হল দুই সুপারি কিলারকে ৷ গতকালই ওই দু’জনকে ভাড়াটে খুনি সন্দেহে আটক করেছিল এয়ারপোর্ট থানার পুলিশ ৷ তাঁদের একাধিকবার জেরা করে পুলিশ নিশ্চিত হয় তাঁরাই শম্পার খুনি ৷ এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই সুপারি কিলারকে ৷
Last Updated: May 22, 2018, 15:03 IST