Train Accident: Howrah র কাছে লাইনচ্যূত জোড়া ট্রেন, দেখুন ট্রেন অ্যাক্সিডেন্টের ভিডিও

Last Updated : কলকাতা
Train accident near Howrah: ফের ট্রেন দুর্ঘটনা বাংলায়। রবিবার সকালে পরপর দুটি ট্রেন লাইনচ‍্যুত হওয়ায় বড় বিপত্তি শালিমার ও সাঁতরাগাছি স্টেশনার মাঝে পদ্মপুকুর এলাকায়। দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। সূত্রের খবর অনুযায়ী, ডাউন তিরুপতি এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা দেয় পার্সেল কার। দুটি ট্রেনই লাইনচ‍্যুত হয়েছে। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। যাত্রী না থাকায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Train Accident: Howrah র কাছে লাইনচ্যূত জোড়া ট্রেন, দেখুন ট্রেন অ্যাক্সিডেন্টের ভিডিও
advertisement
advertisement