স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে এবার নতুন সংগঠন করল শাসকদল। নাম প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যকর্মী, চিকিত্সক, নার্সদের একাংশ থাকবেন এই সংগঠনে। এই সংগঠনের সভাপতি রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা।
Last Updated: Jan 27, 2025, 21:11 IST


