TMC Brigade News : মঞ্চের শেষ প্রান্ত পর্যন্ত র‍্যাম্প, জনতার মাঝেই পৌঁছে যাবেন তৃণমূল নেতারা! দেখে নিন সেই ভিডিও

Author :
Last Updated : কলকাতা
আজ তৃণমূলের ব্রিগেড। ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’। ব্রিগেডে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষপ্রান্তে পৌঁছনোর জন্য একটি র‍্যাম্প। র‍্যাম্পের দৈর্ঘে ৩৪০ ফুট। এই র‍্যাম্প থেকে ডান হাতে এবং বাঁ হাতে ১০ মিটার করে এগোনর জন্য দু’টি জায়গা। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনও নেতা এই র‍্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে। দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা, তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
TMC Brigade News : মঞ্চের শেষ প্রান্ত পর্যন্ত র‍্যাম্প, জনতার মাঝেই পৌঁছে যাবেন তৃণমূল নেতারা! দেখে নিন সেই ভিডিও
advertisement
advertisement