Tigress Zeenat Update: তিন জেলা ঘুরে বন্দি বাঘ। ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম ঢোকে জিনাত। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় ঢোকে বাঘিনি। পুরুলিয়া থেকে বাঁকুড়ায় বাঘিনি। প্রায় তিনশো পনেরো কিমি পেরিয়ে শেষমেশ জালে বাঘিনী। বাংলায় এগারো দিন ধরে লুকোচুরিতে হিমশিম বনদফতরের।
Last Updated: Dec 29, 2024, 22:28 IST


