বেপাত্তা বাগরি মালিকরা, জারি হল গ্রেফতারি পরোয়ানা

Bangla Digital Desk | News18 Bangla | 10:38:35 AM IST Sep 20, 2018

খোঁজ নেই বাগরির মালিকদের। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করল আদালত। যেমন মালিক। তেমনই শেয়ার হোল্ডাররা। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে নিউজ18 বাংলার অন্তর্তদন্তে। পুড়ে ছাই বাগরি মার্কেট। কিন্তু, বেপাত্তা বাগরি এস্টেট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টররা। তাদের জালে পুরতে এবার নয়া পদক্ষেপ পুলিশের। বেপাত্তা অন্যতম ডিরেক্টর রাধা বাগরি ও বরুণরাজ বাগরি ৷ খোঁজ নেই বাগরি এস্টেটের সিইও কৃষ্ণকুমার কোঠারিরও ৷ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আরজি ৷ ব্যাঙ্কশাল আদালতে আবেদন বড়বাজার থানার ৷ সেই আরজি মঞ্জুর করল আদালত ৷ ডিরেক্টররা যে পথে গিয়েছেন, সেই পথেরই পথিক সংস্থার শেয়ার হোল্ডাররাও। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে নিউজ18 বাংলার অন্তর্তদন্তে। এমন ঘটনা নতুন নয়। ভুয়ো ঠিকানায় বাগরি এস্টেট চালাচ্ছিলেন আরও অনেক শেয়ারহোল্ডারই। পরিকল্পনা করেই কি যথেচ্ছ ভুয়ো ঠিকানা ব্যবহার? শেয়ারহোল্ডারদের ভূমিকাও উসকে দিচ্ছে সন্দেহ।

লেটেস্ট ভিডিও