প্রোমোটার রাজের বিরুদ্ধে প্রতিবাদ, প্রোমোটারের লোকেদের বেধড়ক মারধর আবাসিকদের

Bangla Editor | News18 Bangla | 05:51:29 PM IST Nov 17, 2018

প্রোমোটারকে দেখেই মারমুখী আবাসিকরা। উত্তেজিত আবাসিকদের সামনে চুপসে গেল প্রোমোটারের দাপট। তাঁকে ঘিরে ধরে চলল বিক্ষোভ। প্রোমোটারের সঙ্গীদের হাতের সামনে পেয়ে বেধড়ক মারধর করলেন আবাসিকরা। আবাসিকদের অভিযোগ দীর্ঘদিন আবাসনের ভিতরে বেআইনি নির্মাণ করছেন ওই প্রোমোটার ৷ আবাসিকরা একাধিকবার প্রতিবাদ করেছেন ৷ তবে প্রোমোটার লোক পাঠিয়ে হুমকি দেন ৷ এমনকী প্রোমোটারের লোকেরা আবাসিকদের মারধরও করে ৷

লেটেস্ট ভিডিও