'৮ মাস পরে বিজেপি আসবে। প্রথমে ভোটার তালিকা থেকে নির্বাচন কমিশন বের করুক। বিজেপি সরকার এলে যোগীজির কাছ থেকে বুলজোজার ভেড়ে করে আনব। বুলডোজারের মাথায় বসিয়ে এপার থেকে ছুড়ব, ওপারে গিয়ে পড়বে। বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা মুক্ত করার দরকার আছে'। বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Last Updated: Aug 09, 2025, 07:52 IST


