এসআইআর-এর শুনানিতে ভোটারদের থেকে কোনও নথি নিলে তার লিখিত প্রাপ্তি স্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে৷ ভোটারদের কী কী নথি জমা নেওয়া হচ্ছে, তার রিসিভড কপি দিতে হবে ভোটারদের৷ সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ এর পাশাপাশি এ দিন সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র আওতায় কোন কোন ভোটারদের নাম রয়েছে, সেই তালিকাও প্রকাশ করতে হবে কমিশনকে৷ ভোটারদের প্রতিনিধি হিসেবে বিএলএ-রা উপস্থিত থাকতে পারবেন বলেও এ দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷



