Bhawanipur Murder: ভবানীপুর খুনে ওড়িশা থেকে এসেছিল সুপারি কিলার! পুলিশি তদন্তে চাঞ্চল্যকর মোড়

Bangla Digital Desk | News18 Bangla | 01:17:52 PM IST Jun 09, 2022

#কলকাতা: ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় রয়েছে সুপারি কিলার যোগ, বৃহস্পতিবার সকালে ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের তিন জনের মধ্যে দুজনকে সকালে গ্রেফতার করা হয়, তার পর সেই দুজনের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তৃতীয় জনকে গ্রেফতার করে পুলিশ। এই তৃতীয় ব্যক্তিই ওড়িশা থেকে সুপারি কিলার হিসাবে এসেছিল বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের পরে কলকাতাতেই গা-ঢাকা দিয়ে ছিল এই সুপারি কিলার।

লেটেস্ট ভিডিও