SIR Hearing update: এসআইআর প্রক্রিয়ায় ফের সময়সীমা বাড়াল কমিশন। ১৯ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা এবং নিষ্পত্তি করা যাবে। আগে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা ও নিষ্পত্তির সময়সীমা দিয়েছিল কমিশন। সেই সময়সীমা বাড়ানো হল কমিশনের তরফে। সেই সঙ্গে বৃহস্পতিবারই এসআইআর শুনানি প্রক্রিয়ার জন্য যে নথি গুলি গ্রহণযোগ্য বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল, সেখানে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা কথা বলা হয়েছিল। এবার মাধ্যমিকে সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের এডমিট কার্ডও গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি দিয়ে জানানো হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। মাধ্যমিকে সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের এডমিট কার্ড কেউ শুনানি প্রক্রিয়ায় যাতে গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসেবে নেওয়া হয় তার জন্য বিভিন্ন জেলাশাসকের প্রস্তাব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রস্তাব পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। সেই প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশন সম্মতি দিল।
Last Updated: Jan 16, 2026, 13:30 IST


