সিঙ্গুরে নার্সিং পড়ুয়া দীপালি জানার রহস্যমৃত্যুর ঘটনায় ময়নাতদন্তে ‘Antemortem Hanging’ উল্লেখ পাওয়া গেছে. দীপালির শরীরে আঘাতের চিহ্ন নেই, প্রেমিক রাধাগোবিন্দের মোবাইল খোঁজে পুলিশ তৎপর! গত ১৪ অগস্ট, বৃহস্পতিবার সিঙ্গুরের বোড়াই নার্সিংহোমের চারতলা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দীপালি জানার দেহ। এরপর ১৬ অগস্ট এইমসে ময়নাতদন্ত সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন চারজন সিনিয়র ফরেনসিক চিকিৎসক, এক ম্যাজিস্ট্রেট এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপালির শরীরে কোনও আঘাতের চিহ্ন বা শারীরিক নির্যাতনের প্রমাণ মেলেনি। অন্যদিকে, ধৃত প্রেমিক রাধাগোবিন্দ ঘটনের মোবাইল ফোনের খোঁজে তৎপর হয়েছে সিঙ্গুর থানার পুলিশ।
Last Updated: August 19, 2025, 23:20 IST