Rituparna Sengupta: প্রায় ৬ ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি জানান তাঁকে যে সমস্ত তথ্যের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য এবং নথি তিনি জমা দিয়েছেন। আপাতত তাকে আর ডাকা হয়নি। ঋতুপর্ণা বলেন, 'আমাকে ডকুমেন্টস দিতে বলেছে, দিয়েছি। অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছি। দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই।' ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই টাকা তাঁরা অলরেডি ফিরিয়ে দিয়েছেন।
Last Updated: June 19, 2024, 21:16 IST