Relationship: কসবা হোটেলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কসবায় ধৃত যুগল লিভ-ইন করতেন। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এরপরেই উইকএন্ডে পার্টি করার পরিকল্পনা করেছিলেন তিন জন। উইকএন্ডে পার্টির জন্যই হোটেলে রুম বুক করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই পার্টিতে আরও কয়েক জনের আসার কথা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি, জানা যায় ওই হোটেলে আসার পর এই যুগলের সঙ্গে ঝামেলা বাঁধে। পুলিশ সূত্রে খবর, ঝামেলার কারণ এখনও পর্যন্ত যা বলছেন এই যুগল, তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না পুলিশের। ধৃতদের ফোনগুলো এখনও হাতে পায়নি পুলিশ। ফোনগুলো বাজেয়াপ্ত করে ব্যবহার করা ডেটিং অ্যাপের কনভারশেসন টেক্সট মেসেজ পরীক্ষা করবে পুলিশ।
Last Updated: November 23, 2025, 21:03 IST