#কলকাতা: দমদম স্টেশনের কাছে জনপ্রিয় মিষ্টির দোকান। সেই দোকানের শোকেসে রাখা মিষ্টি খাচ্ছে নেংটি। ক্রেতার তোলা ছবি ভাইরাল।
দোকানের মালিকের চোখ এড়িয়ে তিনি মিষ্টি খেয়ে যাচ্ছিলেন। চোখে পড়ে দোকান মালিকের ছেলের। আঁৎকে উঠে সে বাবাকে বলে। বাবা জানতে চান, কে মিষ্টি খাচ্ছে? গোপাল ভাঁড় বলেছিল, বলো মাছি মিষ্টি খাচ্ছে।
গত পয়লা জানুয়ারি দমদম স্টেশনের কাছে এই জনপ্রিয় মিষ্টির দোকানে যান এক দম্পতি। মিষ্টি কিনতে গিয়ে তাঁদের নজরে পড়ে, শোকেসে রাখা মিষ্টি খাচ্ছে ইঁদুরে। সঙ্গে সঙ্গে সেই ছবি মোবাইল ফোনে তুলে সোশাল মিডিয়ায় আপলোড করা হয়। আর তারপরই তা ভাইরাল।
পুরসভা বার বার বলছে, খাবার বা মিষ্টির দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খাবারের মানের দিকে নজর দিতে হবে। কিন্তু, দমদমের এই জনপ্রিয় মিষ্টির দোকানে, একেবারে শোকেসে রাখা মিষ্টির উপর নেংটির দাপাদাপি।
বাঙালির মিষ্টি ছাড়া চলে না। সেই মিষ্টির দোকানেই এমন অস্বাস্থ্যকর অবস্থা। শোকেসের মিষ্টিতেই ইঁদুর।
সাধারণ মানুষের একটাই প্রশ্ন, খাবার বা মিষ্টির দোকানগুলি যদি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতন না হয়, তা হলে তো দোকান থেকে খাবার কিনতে যাওয়ার আগে বার বার ভাবতে হবে!
আরও পড়ুন-এরাজ্যেও কী চালু হচ্ছে এনআরসি? দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শুরু জল্পনা