corona virus btn
corona virus btn
Loading

একাধিক অঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা, পোলবা পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক

Bangla Editor | News18 Bangla | 07:19:06 PM IST Feb 21, 2020

পোলবায় পুরকার দুর্ঘটনায় আহত ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা সংকটজনক। গত চব্বিশ ঘণ্টায় তাঁর কিডনি, ফুসফুস, লিভারের সংক্রমণ বেড়েছে। ক্রমশ মাল্টিঅরগ্যান ফেলিওরের দিকে এগোচ্ছে ঋষভ। আজ জরুরি বৈঠক করে মেডিক্যাল বোর্ড। আপাতত ঋষভকে এমকো ও সম্পূর্ণ ভেল্টিলেশনে রাখার সিদ্ধান্ত। ঋষভের শরীরে ক্রমাগত অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। SSKM-এর সুপার রঘুনাথ মিত্র জানিয়েছেন, সবরকম চেষ্টা চালিয়েছে যাচ্ছেন চিকিৎসকরা। আগের চেয়ে ভাল রয়েছে আহত দিব্যাংশু ভকত।

লেটেস্ট ভিডিও