পার্ক স্ট্রিট থেকে লেক টাউন, বর্ষবরণের রাতে কলকাতা জমজমাট! দেখুন ভিডিও

Last Updated : কলকাতা
বর্ষবরণের রাতে জমজমাট পার্ক স্ট্রিট৷ আলোর চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে গোটা রাস্তা৷ রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে চলছে ক্রিসমাস ফেস্টিভ্যাল৷ প্রত্যাশিত ভাবেই পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়৷ রেস্তোরাঁ থেকে শুরু করে বড় হোটেল, সর্বত্রই ঠাসা ভিড়৷ আট থেকে আশি, সবাই ভিড় জমিয়েছেন পার্ক স্ট্রিটে৷ খাওয়া দাওয়া়, আলোর সাজ সবমিলিয়ে পার্ক স্ট্রিট বর্ষবরণের রাতে জমজমাট৷ যদিও গোটা পার্ক স্ট্রিট চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ পার্ক স্ট্রিটের আদলেই সাজিয়ে তোলা হয়েছে লেক টাউন এলাকাও৷ সেখানেও খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জমাটি আয়োজন৷ রয়েছে আলোর সাজ৷ 
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
পার্ক স্ট্রিট থেকে লেক টাউন, বর্ষবরণের রাতে কলকাতা জমজমাট! দেখুন ভিডিও
advertisement
advertisement