Durgapur Accident: চারদিন পরই ডিগবাজি! পানাগড় দুর্ঘটনার নেপথ্যে নয়া মোড়, কীসের ইঙ্গিত?

Last Updated : কলকাতা
রীতিমতো ভোলবদল সুতন্দ্রার গাড়ির ড্রাইভার রাজদেও শর্মার! রবিবার গভীর রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার পর প্রথমে তিনি ইভটিজিংয়ের অভিযোগ তুলেছিলেন। দাবি করেছিলেন, একটি সাদা গাড়ি তাঁদের ধাওয়া করছিল, যার ফলেই দুর্ঘটনা। কিন্তু মাত্র চারদিনের মধ্যেই পুরো ঘটনা ঘুরে গেল অন্য দিকে! শুক্রবার এসে তিনি নিজেই স্বীকার করলেন— ইভটিজিংয়ের অভিযোগই ভুল! বরং সুতন্দ্রার কথাতেই নাকি তিনি সাদা গাড়িটিকে ধাওয়া করেছিলেন। ওই সময় গাড়ির গতিবেগ ছিল ১০০ কিমিরও বেশি! আর সেই বেপরোয়া গতির ফলেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায় তাঁদের গাড়ি।এতদিন ধরে যে ইভটিজিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল, তা তাহলে মিথ্যা? দুর্ঘটনার নেপথ্যে কি অন্য কোনও কারণ আছে? চালকের এই ডিগবাজির পর এবার তদন্তের মোড় ঘুরবে বলেই মনে করছে পুলিশ।সুতন্দ্রার গাড়ির ড্রাইভার রাজদেও শর্মা প্রথমে ইভটিজিংয়ের অভিযোগ তুললেও পরে স্বীকার করেন যে সুতন্দ্রার কথাতেই তিনি সাদা গাড়িটিকে ধাওয়া করেছিলেন. পুলিশ তদন্তের মোড় ঘুরবে.
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Durgapur Accident: চারদিন পরই ডিগবাজি! পানাগড় দুর্ঘটনার নেপথ্যে নয়া মোড়, কীসের ইঙ্গিত?
advertisement
advertisement