সংসার সামলাতে বাস ড্রাইভার প্রতিমা, নর্থ ত্রিধারায় তাঁর জীবন

Bangla Editor | News18 Bangla | 02:26:02 PM IST Oct 02, 2019

মণ্ডপে প্রতিমা দশ হাতে সব সামলায়। এক প্রতিমা এমনও আছেন, যাঁর দু’হাতে দশ হাতের শক্তি। নিমতা হাওড়া রুটে বাসের স্টিয়ারিং বশ মেনেছে প্রতিমার কাছে। স্বামী-সন্তানের মুখে ভাত তুলে দিতে প্রতিমা পোদ্দার দু’হাতেই দশভুজা। প্রতিমাকে মনে করে থিম তৈরি করেছে উত্তর কলকাতার নর্থ ত্রিধারা পুজো কমিটি।

লেটেস্ট ভিডিও