রাসাতে মিলেছে এই দুই আক্রান্তের হদিশ। রবিবার রাতে ওই দুই আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। আর দুই আক্রান্তের খোঁজ মিলতেই সোমবার সকালে রাজ্য সরকারের তরফে টিম গিয়েছে এলাকায়। মুখ্যমন্ত্রী নিজে মনিটরিং করছে বিষয়টি। অপরদিকে, স্বাস্থ্যসচিব জানিয়েছেন, রাজ্যের পরিকাঠামো আছে নিপা ভাইরাস টেস্টের। প্রত্যেকটি মেডিক্যাল কলেজে নিপা ভাইরাসের পরীক্ষা কেন্দ্র আছে। যথেষ্ট পরিকাঠামো আছে।”
Last Updated: Jan 12, 2026, 23:26 IST


