সোনা ব্যবসায়ী খুনে নয়া মোড়, পুলিশ ও গোয়েন্দাদের নজরে দুই মহিলা। নিউটাউনের যে বহুতলে অপহরণ ও খুনের অভিযোগ উঠেছে, সেই বহুতলটি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বলে অভিযোগ। আপাতত গোয়েন্দাদের নজরে বহুতলে উপস্থিত থাকা দুই মহিলা! জানা যায়, অপহরণ-খুনের দিন বহুতলে ছিলেন সেই দুই মহিলা! মারধরের সময় বহুতলের নীচের ঘরে ছিলেন তাঁরা! পিটিয়ে খুনের আগের দিন বহুতলে অনুষ্ঠান হয়! সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কাঁকুড়গাছি-বসিরহাটের সেই দুই মহিলা। এবার তাঁদের সাক্ষী করে তদন্ত এগোতে চান তদন্তকারীরা। দুই মহিলাকে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু হয়েছে
Last Updated: November 19, 2025, 15:01 IST