Kolkata News: ২৩ দিনের শিশুর চিকিত্সায় হয়রানি! ফেরাল একের পর এক হাসপাতাল

Bangla Digital Desk | News18 Bangla | 12:27:57 AM IST Mar 31, 2022

হাতে ২৩ দিনের শিশু। সেই শিশুর চিকিত্সার প্রয়োজন ছিল। কিন্তু একের পর এক সরকারি হাসপাতালে ঘুরছেন মা। কোথাও চিকিৎসা মিলছে না। ফিরিয়ে দিচ্ছে একের পর এক হাসপাতাল। প্রাণ বিপন্ন ওই শিশুর। প্রস্রাবের সমস্যায় জেরবার শিশুকে নিয়ে ঘুরে বেড়ানো এবং হয়রানি। কোনও হাসপাতালেই চিকিত্সা মেলেনি।

লেটেস্ট ভিডিও