যুবদিবস উপলক্ষ্যে স্বামীজীকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বছর স্বামীজীর ১৬৩ তম জন্মবার্ষিকী। ১২ জানুয়ারি প্রতিবছরের মতো এই দিনে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন তৃণমূল নেতা অভিষেক। এদিন স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বলেন, ‘‘আমি প্রতিবছর এখানে আসি৷ সম্মানীয় মহারাজরা আমাকে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিয়েছেন। আমাদের কাছে উনি স্মরণীয়৷ আজকের দিনেও ওনার অবদান ভোলার নয়৷ সর্বধর্মর কথা যা উনি বলেছিলেন, আজ সেটাকে আমাদের মনে রাখার দিন। উনি অবিনশ্বর।’’
Last Updated: Jan 12, 2025, 20:14 IST


