National Highway Toll Tax: দেশজুড়ে সব জাতীয় সড়কে ৫% হারে বাড়ছে টোল ট্যাক্স! জানুন

Last Updated : কলকাতা
National Highway Toll Tax: বাড়ছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। কাল থেকে ৫% হারে বাড়ছে টোল ট্যাক্স। গাড়ি ও হালকা যানবাহনের জন্য টোল ট্যাক্স বাড়ছে ৫%।ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়ছে ১০%।দেশজুড়ে সব জাতীয় সড়কে বাড়ছে টোল ট্যাক্স। রাজ্যে ৫২টি জাতীয় সড়কে বাড়ছে টোল ট্যাক্স। রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক রয়েছে। মঙ্গলবার থেকে হালকা যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স ৫ শতাংশ এবং ভারী যানবাহনের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। বাসকে আজ অবধি দিতে হচ্ছে ৪২৫ টাকা, কাল থেকে দিতে হবে ৪৪০ টাকা।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
National Highway Toll Tax: দেশজুড়ে সব জাতীয় সড়কে ৫% হারে বাড়ছে টোল ট্যাক্স! জানুন
advertisement
advertisement