Narayan Debnath : বাঁটুল থেকে শুরু, বাংলার কমিকস ভাণ্ডার সমৃদ্ধ করেছিলেন নারায়ণ দেবনাথ

Bangla Digital Desk | News18 Bangla | 11:33:46 PM IST Jan 18, 2022

বাঁটুল দি গ্রেট-এর সৃষ্টিকর্তা আর নেই। বাঙালির অন্তরে বসে রয়েছে যেই কমিকস, তার লেখক আজ আর নেই। প্রয়াত নারায়ণ দেবনাথ। দীর্ঘদিন ধরে মানুষের মুখে হাসি ফোটানো এই লেখা ও গল্প আজ সকলের মনে প্রাণে।শৈশবকে যিনি রঙিন করে তুলেছিলেন আজ সকালে সেই নারায়ণ দেবনাথ চলে গেলেন। কালের নিয়মে চলে গেলেও, আজ সোশ্যাল মিডিয়ায় বাঙালি মাতল স্মৃতিচারণে।

লেটেস্ট ভিডিও