Narayan Debnath Died: করোনাকে জব্দ করতে পারবে বাঁটুল, বিশ্বাস ছিল নারায়ণ দেবনাথের

Bangla Digital Desk | News18 Bangla | 11:25:09 PM IST Jan 18, 2022

বাঁটুল দি গ্রেট- এর সৃষ্টিকর্তা আর নেই। বাঙালির অন্তরে রয়েছে যে কমিক, তার লেখক আজ আর নেই। প্রয়াত নারায়ণ দেবনাথ। দীর্ঘদিন ধরেই মানুষের মুখে হাসি ফোটানো লেখা ও গল্প আজ সকলের মনে প্রাণে। সৃষ্টি রয়ে গেল। সৃষ্টিকর্তা চলে গেলেন। বাঁটুল দি গ্রেট-এর পথচলা শুরু ১৯৬৫ সাল থেকে। বাঁটুলকে নিজের সন্তানের মতো ভালবাসতেন নারায়ন দেবনাথ। তিনি বিশ্বাস করতেন, করোনাকে জব্দ করতে পারবে বাটুল। বাটুলের মতো কোনও মহামানবের হাতেই হারবে করোনা।

লেটেস্ট ভিডিও