অবশেষে বর্ষা এল কলকাতায়। উত্তরবঙ্গে ২০ দিন আটকে থাকার পর অবশেষে বর্ষা এল বঙ্গ জুড়ে। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ২৯ মে বালুরঘাটে ঢুকে ছিল বর্ষা। তারপর থেকেই চলছিল মৌসুমী অক্ষরেখার ব্রেক। আজ, মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বেশিরভাগ অংশ ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়েছে। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল ও বুধবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। বৃষ্টিতে সাময়িক স্বস্তি দক্ষিণবঙ্গে। তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃষ্টি না হলে